শিক্ষকতার পাশাপাশি ড্রাগন চাষ করছেন বরগুনার এক স্কুলশিক্ষক। ফাইবার-সমৃদ্ধ ড্রাগন ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই, দিন দিন এর চাহিদা বাড়ছে।
২০২১ সালে বাড়ির সামনের পরিত্যক্ত ২ একর জমিতে সাড়ে ৬ হাজার ড্রাগন চারা রোপন করেন বরগুনা সদরের নিমতলী আজিজাবাদ চরমাইঠা স্কুলের কৃষি বিজ্ঞানের শিক্ষক হাসানুল হক উজ্জ্বল। প্রথমবারের মতো বড় আকারের ড্রাগন চাষ করে সাফল্য পান তিনি।
উজ্জ্বলের এই ড্রাগন বাগান থেকে ফল কিনছেন অনেকেই। ড্রাগন একটি দীর্ঘমেয়াদী ফল। ভাল ফলন পেতে ড্রাগন চাষীদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাসে দুইবার ড্রাগন ফল কাটা হয়। পুষ্টিগুনের কারণে এর চাহিদা বাড়ছে।