ফেনীতে ৫০০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে একটি কভার্ডভ্যানের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য বহনের অভিযোগে কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন– কভার্ডভ্যান চালক ইকবাল হোসেন (২৮) ও সহকারী নজরুল সেক (২৪)। মঙ্গলবার ( ৯ মে ) ভোরে ঢাকা–চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় র্যাব এই অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কুমিল্লার দিক থেকে চট্টগ্রাম অভিমূখী একটি কভার্ডভ্যান থামিয়ে তল্লাশী করে তিনটি বস্তার মধ্যে ৫০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে চালক ও সহকারীকে গ্রেপ্তার এবং কভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামী স্বীকার করেন– তারা ড্রাইভিং পেশার আড়ালে মাদকদ্রব্য ব্যআসা করতো।
র্যাব–৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ৫০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার, দুইজনকে গ্রেপ্তার, মাদকদ্রব্য বহনের অভিযোগে কভার্ডভ্যান জব্দ করার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের ও আসামীদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ