ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মৃত্যু হয়েছে। এছাড়া ৯১২ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগওয়ারী ভর্তি রোগীর সংখ্যা– বরিশাল বিভাগ: ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগ: ১৫১ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশন বাইরে): ১৩০ জন, ঢাকা উত্তর সিটি: ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি: ১৩১ জন, খুলনা বিভাগ: ৭২ জন, রাজশাহী বিভাগ: ৮৮ জন, রংপুর বিভাগ: ৩ জন, সিলেট বিভাগ: ৫ জন
জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৬৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জন।