ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্য যেকোন সময়ের চেয়ে এডিস মশার লার্ভা, এখন অনেক বেশি। পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা তাদের।
ডেঙ্গুর প্রকোপ যেন কমছেই না। ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। বাড়ছে আতঙ্ক। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন সাড়ে তিনশর বেশি মানুষ। আক্রান্ত প্রায় ৮০ হাজার।
রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছেই। রোগীরা আসছেন দূরদূরান্ত থেকে। আতঙ্কিত না হয়ে স্থানীয় পর্যায়ে চিকিৎসা নেয়ার পরামর্শ ডাক্তারদের। অন্য যেকোনো সময়ের চেয়ে এডিস মশার লার্ভা এখন অনেক বেশি, বলছেন বিশেষজ্ঞরা।
চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ১০টি পরামর্শ দিয়েছে, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
আল/দীপ্ত সংবাদ