চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ করা সম্ভব হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ইতোমধ্যে রাজাকারদের তালিকা তৈরি করতে নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। এ বিষয়ে সংসদে নতুন করে আইন পাস করা হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতিকে আহবায়ক করে তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কমিটি কাজ করছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে, সকালে তিনি একদিনের সফরে সিলেট পৌঁছান। বিকেলে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে রাতে সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপনের কথা রয়েছে। বুধবার তিনি সিলেট থেকে নেত্রকোনোয় যাবেন বলে জানা গেছে।
এমি/দীপ্ত