বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

ডিরেক্টরস গিল্ডের অভিষেক ও ইফতার অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শপথের পর এবার অভিষেক পর্ব সেরেছে টেলিভিশন নাট্যপরিচালকদের বড় সংগঠন ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশএর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি রেস্তোরায় অভিষেক ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশএর নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিমের সভাপতিত্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদুল হাসান স্বাগত বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্যে ফরিদুল হাসান বলেন, যে কাজগুলো হয়েছে সে কাজগুলোর ধারাবাহিকতা রেখে আমরা এমন কিছু কাজ করবো যে আগে কেউ চিন্তাও করেন নি। আমরা নির্মাতাদের জন্য কল্যাণ ফান্ড সমৃদ্ধ করা থেকে শুরু করে নির্মাতাদের আইনি সহযোগিতা দেওয়ার জন্য আইনজীবীদের নিয়ে একটি আইনজীবী প্যানেল তৈরি করব। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে শুটিং বান্ধব পরিবেশ তৈরি করব। যেমন ঢাকার কোন পার্কে নির্মাতারা শুটিং করতে পারে না আমরা ঢাকার পার্ক গুলোতে শুটিং করার ব্যবস্থা করব। রেলওয়ে স্টেশন এবং কে পি আই ভুক্ত এলাকায় যাতে প্রয়োজনে শুটিং করতে পারেন নির্মাতারা আমরা সেই চেষ্টা করব।

সভাপতি শহীদুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন, আমরা নবনির্বাচিত কমিটি ডিরেক্টরস গিল্ডকে আধুনিক করার জন‍্য কাজ করব। এ সংগঠন একটি ঐক‍্যের সংগঠন হবে। ডিরেক্টরস গিল্ড সারা বছর নির্মাতাদের স্বার্থের জন্য কাজ করবে। ডিরেক্টরদের প্রশিক্ষণ ও মান উন্নয়নের জন্য কাজ করবে। আমরা এরই মধ্যে কয়েকটা ভাগে বছরটাকে ভাগ করেছি। ৩ মাস, ৬ মাস ও ১ বছর; প্রথম ৩ মাসের মধ্যে সংগঠনের রেজিস্ট্রেশন, ঈদের পরপরই সদস‍্যদের আইডি কার্ড দেওয়ার চেষ্টা করব।

তিনি আরো বলেন, ডিরেক্টরস গিল্ড স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে ১০ এ ১০ নামে ১০ মিনিটের ফিল্ম তৈরি করব। যার নাম হবে অ্যান্থোলজি ফিল্ম। তার বিষয় বস্তু হবে ভায়োলেন্স এগেইনস্ট ওম‍্যান, যা দেশ ও দেশের বাইরে যে চলচ্চিত্র উৎসবগুলো হয় সে সব উৎসবে ডিরেক্টরস গিল্ডের ব‍্যানারে প্রচার করা হবে। আমরা নির্মাতাদের নির্মাণ নিয়ে নাট‍্য উৎসব করব এবং জুরি বোর্ড দ্বারা বাছাই কৃত বর্ষ সেরা কাজগুলো পুরস্কৃত করব যাতে করে নির্মাতারা উৎসাহিত হয়।

উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি, নবগঠিত উপদেষ্টা পরিষদ সহ উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া, নির্বাচন কমিশনার আব্দুস সামাদ খোকন ও মাসুম রেজা, আপিল বোর্ড প্রধান আবুল হায়াত, আপিল বোর্ড সদস্য আব্দুল আজিজ, রেজানুর রহমান ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সদস্যবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় প্রয়াত পরিচালক আহমেদ ইউসুফ সাবের, আহসান হাবীব, আমজাদ হোসেন, কায়েস চৌধুরী, মাসুম আজিজ, মান্নান হীরা, মোহন খান, মনির হোসেন জীবন, সাইদুল আনাম টুটুল, শহীদুল হক খান, মোহাম্মদ নোমান, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসেন ইমু, জেড এইচ হেলাল, মো. ফজলুর রহমান, লিছানুল হক খান (তারেক খান), মো. সাখাওয়াত মানিক, সাজ্জাদ সনি, স্বপন সিদ্দিকী, আরিফ আল মামুন, মো. তারেক মাহমুদ, সৈয়দ সালাউদ্দিন জাকী, শরিফ সরকার, মো. ইফতেখারুল আরেফিন, আসলাম শিহিরদের প্রতি।

এসময় আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান, সকাল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন হোসন, দ্বীন মোহাম্মদ মন্টু, অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল রনি, প্রশিক্ষন ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া, আইন ও কল্যান বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত, দপ্তর সম্পাদক সাঈদ রহমান, কার্যনির্বাহী সদস্য সাগর জাহান, চয়নিকা চৌধুরী, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, গীতালি হাসান, লিটু করিম, শিহাব শাহীন ও হাসান রেজাউল। তাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

সভাপতি শহিদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসান সম্মাননা স্বারক দিয়ে নির্বাচন কমিশনার সহ আপিল বোর্ড প্রধান ও আপিল বোর্ড সদস্যদের সম্মাননা প্রদান করেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উপকমিটির আহবায়ক সকাল আহমেদ সহ আরো অনেকে।

ইএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More