মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

ডিএমপি কমিশনার হওয়ায় এতিমদের মাঝে খাবার বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ঢাকা মেট্রোপলিটনের কমিশনার পদে পদায়ন হওয়ায় সাভারে দোয়া মাহফিল এবং এতিমদুস্থদের ভেতর খাবার বিতরণ করা হয়েছে৷

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ায় গোহাইলবাড়ি কেন্দ্রীয় মসজিদে লাসানিয়া লিমিটেডের উদ্যোগে প্রায় হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিশনার হাবিবুর রহমানের উন্নতি ও সমৃদ্ধ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনসাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আলী,লাসানিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমানউল্লাহ আমান,শিমুলিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আমির হোসেন জয়সহ স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য হাবিবুর রহমান এক সময় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার ছিলেন৷ এরপর ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। তিনি সাভারের বেদে পল্লীকে আমুল পরিবর্তন করেছেন। এছাড়া সাভারসহ সারাদেশের তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কর্মস্থানের ব্যবস্থা করেছেন।

এম এ হালিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More