ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে, সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ১ হাজার ৪০৪টি ভোট পড়েছে ।
এতে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট এবং মহিউদ্দিন ৬০৭টি ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন ৪ জন। আর সাধারণ সম্পাদকের পদে প্রার্থী ছিলেন ৩ জন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী হয়েছেন আটজন।
সভাপতি পদে: কবির আহমেদ খান– ৩৫৭ ভোট, সাখাওয়াত হোসেন বাদশা–৪২৯, সৈয়দ শুকুর আলী শুভ– ৫৮৩, জহিরুল হক রানা– ১২।
সহ–সভাপতি পদেঃ গাযী আনোয়ার–৪৩৯, হালিম মোহাম্মদ– ৩৭০, শফিকুল ইসলাম শামীম– ৪৫৩।
সাধারণ সম্পাদক পদেঃ আব্দুল্লাহ আল কাফি– ৩০৭, মহিউদ্দিন– ৬০৭, মাইনুল হাসান সোহেল– ৪৭১,
যুগ্ম সম্পাদক পদেঃ মাইদুর রহমান রুবেল– ৫৩৮, মো. মিজানুর রহমান–৭৫৭।
অর্থ সম্পাদক পদেঃ কামরুজ্জামান বাবলু– ৫৩৮, মো.জাকির হোসেন–৭৬৭।
দপ্তর সম্পাদক পদেঃ মো. শাহাবুদ্দিন মাহতাব–৩০৫, রফিক রাফি– ৯৬৫।
নারী বিষয়ক সম্পাদক পদেঃ মাহমুদা ডলি– ৬৮০, রোজিনা রোজী ৬৭০।
প্রচার সম্পাদক পদেঃ মেজবাহ উল্লাহ শিমুল–৬০৩, সুশান্ত কুমার সাহ্য– ৭০৫ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: ‘ডিআরইউ-ওয়ালটন’ মিডিয়া কাপের সেমিফাইনালে দীপ্ত টিভি
মোরশেদ আলম/দীপ্ত নিউজ