নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতাল থেকে নুরুল হাসান (৫০) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে শহরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নুরুল হাসান নিজেকে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে দাবি করেন। এবং সে অনুযায়ী একটি জাতীয় পরিচয়পত্রও রয়েছে। কিন্তু পুলিশের তথ্যমতে জানা যায়, নুরুল হাসানের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, আটককৃত নুরুল হাসান ২০২০ সাল থেকে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নোয়াখালীর গুড হিল হসপিটাল কমপ্লেক্স সহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকে চেম্বার করে আসছিলেন। এর আগে সে কক্সবাজারে চেম্বার করতো। রোগীদের দেখার পর তাদের ওষুধ দেয়া এবং রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ তৈরি হয়। নুরুল হাসানের দেয়া হৃদরোগের ইকো রিপোর্ট নিয়ে অপারেশন করে অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেনারেল হাসপাতালের অজ্ঞান বিশেষজ্ঞ ডা. আবু তাহের তার কিছু ভুল রিপোর্ট দেখলে সন্দেহ আরও জোরালো হয়।
এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাকে কৌশলে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ডেকে আনেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। দীর্ঘসময় তাকে জিজ্ঞাসাবাদ, শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি সনদ যাচাই বাছাই এর একপর্যায়ে তার সনদগুলোতে ব্যাপক গরমিল পাওয়া যায়। পরে সে নিজে এসব সনদ ভুয়া বলে স্বীকার করলে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে আগে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালেও এসব ভুয়া সনদে চেম্বার প্র্যাক্টিস করতেন বলে জানা যায়।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হাসানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমরা তাকে ডেকে এনে সনদগুলো পরীক্ষা করার পর সে ভুয়া বলে প্রমাণিত হয়। সে জানিয়েছে বিএমডিসির নাম্বারটি ঠিক থাকলেও একই নাম ও নম্বর ব্যবহার করে সনদটি সে অসাধু উপায়ে বানিয়ে নিয়েছিলো। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের অফিসের একজন কর্মকর্তা বাদি হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করবেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ভুয়া সনদে চিকিৎসা দেয়ার অভিযোগে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। আটককৃত নুরুল হাসানের বিরুদ্ধে যৌতুকের দাবিতে করা নারী ও শিশু নির্যাতন আইনে জয়পুরহাট থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শায়লা/ দীপ্ত নিউজ