নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন: নিহত মৌসুমী আক্তারের স্বামী শফিকুল ইসলাম রাসেল এবং তার বন্ধু আরজু ও রাকিব হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ১০ বছর আগে মৌসুমীর সাথে রাসেলের বিয়ে হয়। বিয়ের পর রাসেল বিভিন্ন মেয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করলে মৌসুমীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন তিনি।
গত ১৯ এপ্রিল রাতে গাউছিয়া মার্কেটে ঈদের কেনাকাটা শেষে বন্ধু রাজিব ও আরজুর সহায়তায় মৌসুমীকে একটি হায়েস গাড়িতে তুলে শ্বাসরোধে হত্যা করেন রাসেল।
পরে ডাকাতির নাটক সাজাতে বন্ধুদের সহায়তায় নিজের পিঠে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেন তিনি।
এ ঘটনায় নিহতের ভাই শাহ জালাল বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলার তদন্তকালে বেরিয়ে আসে মূল ঘটনা।
পুলিশ প্রথমে শফিকুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। তিনি বিষয়টি স্বীকার করলে তার দেয়া তথ্যমতে রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে আরজু ও গাড়িচালক রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, হত্যার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ