রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

ডাকসু ছিল মাদকের ‘আড্ডাখানা-বেশ্যাখানা’: জামায়াত নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বরগুনা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান বলেছেন, ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় বরগুনা২ আসনে জামায়াতে প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শামীম আহসান বলেন, ‘আমরা দেখছি, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে ডাকসু নির্বাচনের পরে । তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সক্ষম।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। ইমানের বলে বলীয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হাঙ্গামা করতে না পারে, এ জন্য আপনাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ।’

এদিকে, জনসভায় ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয় জানতে চাইলে বরগুনা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল। ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More