ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল নতুন কমিটি।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে সভা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টার দিকে।
সভার সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন সহ–সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ–সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।
সভায় ৫জন সিনেট প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন— সাদিক কায়েম, এসএম ফরহাদ, মহিউদ্দিন খান, সাবিকুন্নাহার তামান্না ও আসিফ আব্দুল্লাহ।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ‘আমরা নেতা না। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরা যেসব কমিটমেন্ট দিয়েছি সেগুলো বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।’
ডাকসু ভিপি আরও বলেন, ‘ডাকসুতে কেউ হারেনি। সবাই জিতেছে। আমাদের যারা প্রতিপক্ষ ছিল তাদের আমরা উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছি। সবার ইশতেহারের আলোকে কাজ করছি।’
উল্লেখ্র, গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৩৫ জন।
নিবাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট‘ প্রার্থীরা সহ–সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ–সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হন।
এসএ