ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলেও কোন সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন, দাবি আবিদের।
সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আবিদুল ইসলাম।
এসময় আবিদ বলেন, ‘নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হয়েছে। তবে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।‘
আবিদ অভিযোগ করেন, ‘ভোটার শনাক্তকরণের জন্য যে মার্কার পেন ব্যবহার করা হয়েছে তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেসে ছাপানো হয়েছে, সেটিও প্রকাশ করা হয়নি। নির্বাচনে এমন সব অনিয়মের বিষয় স্পষ্ট হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো আড়াল করার চেষ্টা করছে।‘
এই নির্বাচনকে বৈধতা দেয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ছাত্রদল চাইলে বড় ধরনের আন্দোলন করতে পারত, কিন্তু আমরা পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি।‘
তিনি আরো বলেন, ‘নির্বাচনের চারদিন পর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় পোলিং এজেন্ট বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল, আইডি কার্ড যথাসময়ে দেওয়া হয়নি, এমনকি পোলিং এজেন্টদের অনুপস্থিতিতেই ভোটগ্রহণ হয়েছে।‘