স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনের টাকা–পয়সার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা সবাই শতভাগ শিক্ষিত। জাতীয় নির্বাচনে যাঁরা ভোট দেবেন, তাঁরা শতভাগ শিক্ষিত নন। আবার ছাত্র সংসদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার সবাই উচ্চ শিক্ষিত। জাতীয় সংসদ নির্বাচনে এমনটা হবে না।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন পুরোপুরি মিলবে না। ডাকসুর পর পর্যায়ক্রমে জাকসু, রাকসুসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হবে। এসব নির্বাচন ভালো পরিবেশে হবে বলে আশা করছি।’
এসএ