নিজের প্রতিষ্ঠানের বঞ্চিত হওয়া শ্রমিক কর্মচারীদের করা মামলায় ড. ইউনূসের সাজা হয়েছে, এতে সরকারের কোন ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের দেওয়ানবাজারে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, ড. ইউনূসের মামলার রায়কে ঘিরে দেশে–বিদেশে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সরকার এই মামলা করেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আদালত স্বাধীনভাবে তাদের বিচারকাজ সম্পন্ন করেছে।
ড. ইউনূসের রায়কে ফরমায়েসী রায় আখ্যায়িত করে বিএনপি যেসব কথাবার্তা বলছে তাতে কিছু আসে যায় না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
এদেশে কিছু মানুষ আছে যারা দেশের প্রতিনিধিত্ব করে না, বিদেশি বিভিন্ন মিশন আরপার্টিতে গিয়ে গিয়ে বিদেশিরা যা বলে সে সবের প্রতিনিধিত্ব করেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের করা মামলাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ড. ইউনূসের শাস্তি হয়েছে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার এ মামলা করেনি।
আল/ দীপ্ত সংবাদ