ঘন বসতির শহর ঢাকার অদূরে বেরাইদে ফুলের রাজ্য ‘ঠিকানা’ রিসোর্ট। খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা হাজারো ফুলের সৌরভের কারণে সবার কাছে এটি পরিচিত।
২১শে ফেব্রুয়ারি উপলক্ষে রিসোর্টটিতে তৈরি হয়েছে তাজা ফুলের শহীদ মিনার। যার দৈর্ঘ্য ৪৫ ফুট আর প্রস্থ ২২০ ফুট। ভাষার মাসে শহীদদের স্মরণে এমন নান্দনিক প্রকাশ সবাইকে মুগ্ধ করেছে। যা দেখতে ভীড় করছেন অনেকেই।
এখানকার চোখ ধাঁধানো বাহারি ফুল স্বাগত জানায় সবাইকে। আকর্ষণের কেন্দ্রবিন্দু এই শহীদ মিনার তৈরি বেশ কয়েক রঙের পিটুনিয়া ফুল দিয়ে। তাজা ফুলের এই শহীদ মিনার গড়তে লেগেছে ১৩ হাজার টব। প্রতিটিতে ফুল রয়েছে ১৫ থেকে ২০টি। এ যেন দেয়ালে শিল্পীর তুলির আঁচড়।
ঠিকানা রিসোর্টের পরিচালক আফরিন তাইয়্যেবা আলিফ বলেন, এখানে মানুষ আসলে মানুষ যেমন ফুল নিয়ে জানবে তেমন ইতিহাস নিয়েও জানবে। এছাড়া বাচ্চারা যখন আসে তারা জিজ্ঞেস করে শহীদ মিনার সম্পর্কে বা ফুল দিয়ে তৈরি কেন প্রশ্ন করে থাকে।
নান্দনিক এই আয়োজন দর্শনার্থীরা দেখতে পারবেন এপ্রিল মাস পর্যন্ত।
এফএম/দীপ্ত সংবাদ