ঠাকুরগাঁওয়ে চলছে বোরোধান ঘরে তোলার উৎসব। ব্যাপক ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে, সোনালী ধানে স্বপ্ন বুনছে বোরো চাষিরা। এছাড়াও এবার আধুনিক যন্ত্রাংশের সহজলভ্যতার ফলে সহজ হয়েছে বোরো বাজারজাতকরণ।
জেলায় এবার বোরো মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে ২ লাখ ৬৭ হাজার ৯৪০ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ করা হলেও এর বিপরীতে ৬১ হাজার ৬৫০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে।
কৃষকরা বলছেন, এবার একর প্রতি ৫–১০ মন করে ফলন বেশি হয়েছে। আর বর্তমানে ৮০ কেজির এক বস্তা কাঁচা ধান ১৮ শ থেকে প্রায় ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন। এতে এক বিঘা জমিতে ধান করতে তাদের খরচ হয়েছে ২০–২২ হাজার টাকা আর বিক্রি করছেন ৪৫ থেকে প্রায় ৫০ হাজার টাকা। তাতে এবার তারা ফলন ও দামে সন্তুষ্ট।
জেলার কৃষি কর্মকর্তা বলছেন, সরকারি প্রণোদনার আওতার পাশাপাশি ধান চাষে সকল কৃষকদের পরামর্শ প্রদান করে যাচ্ছেন। যতবেশি কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি হবে ততো বেশি কৃষক লাভবান হবেন। তাই কৃষি যান্ত্রিকীকরণ অব্যাহত রেখেছে সরকার।
লক্ষ্যমাত্রা অর্জিত হলে বর্তমান বাজার দর অনুযায়ী এবার বোরো মৌসুমে গত বারের তুলনায় দেড়গুণ অর্থ মূল্য আয়ের সম্ভাবনা দেখছে ঠাকুরগাঁও কৃষি বিভাগ।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/এমি/দীপ্ত নিউজ