” ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়” আইন–২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড্ডয়ন করে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও স্বাধীনতা শিক্ষক পরিষদ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক, সাধারণ সম্পাদক দীপক কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মোস্তাক আলমসহ অনেকে।
বক্তব্যে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, সবকিছুতে উন্নয়ন হয়েছে আরও হবে। ঠাকুরগাঁওয়ে যা যা উন্নয়ন প্রয়োজন আমরা সবকিছুই করবো। আপনারা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীত্বে রাখানে।
জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের হাজারো শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের আনন্দ শোভাযাত্রাটি অডিটরিয়াম প্রাঙ্গণে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/ শায়লা/ দীপ্ত নিউজ