চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গার ব্যাটালিয়ন (৬ বিজিবি)। সোমবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হেরোইন উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারীরা দর্শনা রেল ষ্টেশন হয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে ভারতীয় হেরোইন পাচার করা হবে এমন বিশেষ তথ্যের ভিত্তিতে দর্শনা বিওপি’র সদস্যরা দর্শনা রেল ষ্টেশনে আনুমানিক দুপুর ১টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় মহানন্দা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভেতর টিয়া রংয়ের একটি শপিং ব্যাগে ছোট বড় ০৯ টি পলিথিনের প্যাকেট থেকে ১ কেজি ভারতীয় হিরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
তিনি আরো জানান, এ ব্যাপারে সুবেদার নওশের আলী বাদী হয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমি/দীপ্ত