ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫৭ জনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। রোববার (৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় কিরিয়াকোস আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। তবে বিশেষ করে যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’
বার্তায় তিনি আরও লেখেন, ‘২০২৩ সালের গ্রিসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় একটি বিষয় কেউ খেয়াল করল না।’
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। রোববার (৫ মার্চ) রাজধানী এথেন্সে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়।
আফ/দীপ্ত সংবাদ