সম্প্রতি দীপ্ত ডিজিটাল আয়োজিত “ট্রাভেল স্টােরি’র বিজয়ী ঘােষণা করা হয়েছে। মোট তিনজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরষ্কার। বিজয়ীদের মধ্যে ইফতেখারুল ইসলাম মুন্না ও দিবাকর সাহা দীপ পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট এবং জুনায়েদ আজিম চৌধুরী পাবেন অপো এফ ২১এস প্রো স্মার্টফোন।
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ২০২২ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ শুরেু হয় এ আয়োজন। ৫ অক্টোবর পর্যন্ত ট্রাভেল স্টোরি জমা নেয়া হয়। ১১ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা হয় অনলাইন ভোট। প্রাথমিক যাচাই-বাছাই, বিচারকদের দেয়া নম্বর ও অনলাইন ভোটের সমন্বয়ে গত ১২ অক্টােবর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
প্রতিটি ভ্রমণের আগে-পরে ভ্রমণের ছবি, ভিডিও নিয়ে থাকে নানা গল্প-পরিকল্পনা। একটি ভিডিও ধারণ কিংবা ছবি তোলাকে কেন্দ্র করে ঘটে কত কিছু। কিংবা ঘুরতে গিয়ে পরিবেশের জন্য, স্থানীয় মানুষদের জন্য, প্রকৃতির জন্য কিংবা নিজেদের জন্য নানা কিছু ভাবা হয়। কেউ কেউ ছবি/ভিডিওর মাধ্যমে সেগুলোকে বন্দি করেন মোবাইলে কিংবা ক্যামেরায়। কেউ আবার রঙ তুলিতে ফুটিয়ে তোলেন। সব সময় ছবি, ভিডিও, আঁকার মাধ্যমে মনের ভাব ভালো ভাবে প্রকাশ করা সম্ভব হয়ে উঠে না। প্রয়োজন হয় দু লাইন লেখার। সমস্ত কিছু নিয়েই ছিল “ট্রাভেল স্টোরি”।
এ আয়োজনে সহযোগিতা করছে এসএস ইন্টারন্যাশনাল ট্রাভেলস। টেকনিক্যাল পার্টনার নুসরাটেক, হ্যান্ডসেট পার্টনার অপো বাংলাদেশ।