দিনাজপুরে মামার মোটরসাইকেলে করে মাদ্রাসা যাওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে জান্নাতুন নাঈমা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমা বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেলখুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সে হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মামা মনিরুজ্জামান (৩০) বিরামপুরের দিওড় ইউপির বেলখুর গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মামার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল নাঈমা। পথে ডাঙ্গাপাড়া বাজারে মেসি গাড়িকে পাশ কাটার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কালেগে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে মেসি গাড়িটির চাকায় নিচে পড়ে শিশুটির মাথা থেঁতলে যায়।
বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহারিয়ার পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে নাঈমার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মামাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, যেহেতু হাকিমপুর অংশে সড়ক দূর্ঘটনা ঘটেছে তাই হাকিমপুর থানায় অপমৃত্যুও মামলা দায়ের করা হবে।
এসএ/দীপ্ত নিউজ