সোমবার, অক্টোবর ৬, ২০২৫
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক ছাত্রনেতা ও সঙ্গীত শিল্পীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ট্রাক চাপায় নিহত হয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য আরিফুল ইসলাম। তার সঙ্গে বাইকে থাকা ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক, সঙ্গীত শিল্পী ও কম্পোজার সৌভিক করিমও মারা যান। তারা দুজনেই বাইকে ছিলেন।

বুধবার (৮ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর ইস্কাটন এলাকায় ট্রাকের ধাক্কায় তারা দুজন প্রাণ হারান।

ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জানান, বুধবার জোহরের নামাজের পর ইস্কাটন গার্ডেন জামে মসজিদে আরিফুল ইসলামের জানাজা হবে। এরপর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে। এর আগে কিছু সময় ইস্কাটনের বাসায় মরদেহ রাখা হবে।

নিহত আরিফুল ইসলাম অনুবাদ সাহিত্য, প্রকৃতিবিষয়ক প্রকাশনাসহ নানা কাজে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ইউপিএলে কর্মরত ছিলেন। আরিফুল ইসলামের স্ত্রী সংগীতশিল্পী রেবেকা নীলা ও এক সন্তান আছে।

আরিফুল ইসলাম ও সৌভিক করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি, গার্মেন্টস শ্রমিক সংহতি, সমগীতসহ নানা সংগঠন।

জানা যায়প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে জানান সড়কে দুইজন মোটরসাইকেল আরোহী ক্ষতবিক্ষতভাবে পড়ে আছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলামোটর থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান। পরে ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে গেছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More