১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম ইনিংসে পাঁচশো‘র বেশি রান করেও ইনিংস ব্যবধানে ম্যাচ হারল পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডে কাছে তাদের পরাজয় ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।
মুলতান স্টেডিয়ামে ১১৫ রানে পিছিয়ে থেকে পঞ্চম ও শেষদিন শুরু করে পাকিস্তান। গত দিন ৪১ রানে অপরাজিত ব্যাটার আগা সালমান করেন অর্ধশতক। সপ্তম উইকেটে সঙ্গী আমের জামালের সাথে গড়েন শতরানের জুটি। ব্যক্তিগত ৫৫ রান করে সালমান ফিরলে ভাঙে সেই জুটি। এরপরই ২২০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫৫৬ রানে করে স্বাগতিকর। জবাবে রুটের ২৬২ এবং ব্রুকের ৩১৭ রানে ভর করে রান ৭ উইকেটে ৮২৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ফলে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা।