বুধবার, অক্টোবর ৮, ২০২৫
বুধবার, অক্টোবর ৮, ২০২৫

টি–টোয়েন্টির নেতৃত্বে লিটন দাস, সহ-অধিনায়ক মেহেদী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার লিটন দাস। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা লিটনের নেতৃত্ব অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার কাঁধেই থাকবে এই দায়িত্ব।

রবিবার (৪ মে) বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। একইসঙ্গে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দলের সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

নাজমূল আবেদীন বলেন, ‘লিটন দাসকে আমরা দীর্ঘমেয়াদে টি–টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেয়ার জন্য বেছে নিয়েছি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ওর নেতৃত্বে আমরা একটি স্থায়ী ও ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে চাই।

এদিকে মেহেদী হাসান মিরাজকে সহ–অধিনায়ক করা হলেও তা আপাতত দুটি সিরিজের জন্য পরীক্ষামূলক পদক্ষেপ বলে জানায় বিসিবি।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘মেহেদীকে শুধু এই দুটি সিরিজের জন্য সহ–অধিনায়ক করা হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকজনকে আমরা এই ভূমিকায় দেখে নিতে চাই। তারপর স্থায়ী সহ–অধিনায়ক নির্বাচন করা হবে।

এর আগে ২০২৩ সালে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কয়েকটি টি–টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তবে তখন স্থায়ীভাবে নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি। এবার তিনি পাচ্ছেন পূর্ণ দায়িত্ব ও সময়। ৮৮টি টি–টোয়েন্টি ম্যাচে অংশ নেয়া লিটন ইতিমধ্যে সংগ্রহ করেছেন ১,৮৪৫ রান, যার মধ্যে রয়েছে ১৩টি ফিফটি। গত বছর তার স্ট্রাইক রেট ও ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও নেতৃত্বের কৌশলগত দিকগুলোতে তিনি বোর্ডের আস্থা অর্জন করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More