টি টোয়েন্টিতে হারের সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি, এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ দল।
শনিবার (২৫ মে) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
এরইমধ্যে সিরিজ হারানো বাংলাদেশের টি টোয়েন্টিতে সামর্থ নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা।
পারিব না একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার, একবার না পারিলে দেখ শতবার। এভাবে দেখতে দেখতে আর খেলতে খেলতে টি টোয়েন্টিতে হারের রেকর্ড সেঞ্চুরি করে ফেলল বাংলাদেশ। এতে কালীপ্রসন্ন ঘোষ হয়তো তার লেখা নিয়ে পরলোক থেকে কষ্টই পেতে পারেন।
যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হারের কষ্ট কি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কম হচ্ছে? আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে যে রীতিমত নাকানিচুবানি খাওয়াচ্ছে সহযোগী দেশটি।
এসবের মাঝে দ্বিতীয় টি–টিয়েন্টিতে টসের সময় আরেক ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম ম্যাচ হারের পর দলে দুই পরিবর্তনের বিষয়টি জানলেও কারা খেলছেন সেটি বেমালুম ভুলে গেছেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে, মানসিক বিপর্যয়ে রয়েছে পুরো দল। তার প্রতিফলনই দেখছে গোটা বিশ্ব।
বিশ্বকাপের আগ মুহূর্তে দলের এমন হতশ্রী দশা নিয়ে বিব্রত এ ক্রিকেটার।
পরাজয়ে ডরে না বীর, কিন্তু টি টোয়েন্টিতে টাইগারদের পরাজয়ের তালিকা এতই লম্বা ও লজ্জাজনক হচ্ছে যে বীরত্বগাঁথা খুঁজে পাওয়া দায়, তবুও ভক্তদের প্রত্যাশা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।
আল/ দীপ্ত সংবাদ