শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত দলে এক বছর পর দলে ডাক পেলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফদ্দিন।
টি–টোয়েন্টিতে গেলো ২১ ইনিংসে কোনো অর্ধশতক না পাওয়া ব্যাটার নাজমুল হোসেন শান্ত, এবার স্কোয়াড থেকে বাদ পড়লেন।
২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে সবশেষ মাঠে নামা নাঈম আছেন আসন্ন সিরিজের দলে। গত বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি–টোয়েন্টি খেলেন সাইফউদ্দিন। এছাড়াও চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে। আছেন নাসুম আহমেদ ও শরীফুল ইসলামও।
বাংলাদেশ স্কোয়াড–
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোঃ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
আল