বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চলছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট ভক্তরা খেলা উপভোগ করার পাশাপাশি বিভিন্ন ঘটনা নিয়ে আলাপ করছে। প্রতি বিশ্বকাপেই কিছু ঘটনা ঘটে, নতুন কোনো ঘটনার জন্ম হয়। ভক্তদের মনে এগুলো রয়ে যায় স্মৃতি হিসেবে।

৬ বলে ৬ ছক্কা

বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ বলে ৬ ছক্কার মারার রেকর্ডটা ২০০৭ আসরেই ঘটেছে। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের বিপরীতে রেকর্ডটি গড়েছিলেন ভারতের যুবরাজ সিং। তখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল ৬ বলে ৬ ছক্কা মারার প্রথম ঘটনা।

টিটোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড

২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করেছিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের এ রেকর্ড ২০১৬ সালে অস্ট্রেলিয়া ভাঙলেও, বিশ্বকাপ ইতিহাসে এখনো শ্রীলঙ্কার রেকর্ডটি অক্ষত আছে।

দলীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ

বিশ্বকাপে যেমন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড আছে, তেমন আছে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জাও। ২০১৪ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। ২০২১ আসরে ৪৪ রানে অলআউট হয়ে পরের অবস্থানটিও তাদের।

সবচেয়ে বেশি উইকেট

টিটোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাতেও আসে বাংলাদেশের নাম। এই ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ৮ বিশ্বকাপ খেলে ৪৭ টি উইকেট নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। এবার এই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি তারকা। দ্বিতীয় স্থানে আছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি (৩৯) এবং লাসিথ মালিঙ্কা (৩৮)

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

টিটোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিউজিল্যান্ডে ব্র্যান্ডন ম্যাককালামের। ২০১২ সালে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে সেরা হয়ে আছে। ২০০৭ সালের আসরে ৫৭ বলে ১১৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ

টিটোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলো শ্রীলঙ্কার। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছে লঙ্কানরা। যা এখন পর্যন্ত সেরা হয়ে আছে। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩০ রান করে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

দ্রুততম সেঞ্চুরি

টিটোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে স্বাভাবিক ভাবে নাম আসে ক্রিস গেইলের। আসলেও তাই। তিনিই দ্রুততম সেঞ্চুরির মালিক। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে করা তার সেঞ্চুরি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম শতক। এই তালিকায় দ্বিতীয়টিও তার। দ্বিতীয়টি আসে ৫০ বলে।

সর্বোচ্চ ছক্কা

সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান গেইলের অধীনে আছে ছক্কার রেকর্ডও। বিশ্বকাপে সর্বোচ্চ ৬৩টি ছক্কা মেরেছেন তিনি। যার ধারে কাছেও কেউ নেই। ৩৩ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা।

সবচেয়ে বেশি ডাক

ডাক মারায় শহীদ আফ্রিদিকে নিয়ে কম কথা হয়নি। নানা সময়েই এটা নিয়ে ট্রল হয়েছেন তিনি। বিশ্বকাপেও তার ডাকের সংখ্যা সবচেয়ে বেশি। পাকিস্তানের সাবেক অধিনায়ক টিটোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ডাক মেরেছেন। সমান পাঁচবার ডাকমেরে দুইয়ে আছেন শ্রীলঙ্কার দিলশান।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More