২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের নারী ও পুরুষ টুর্নামেন্টের জন্য দুটি আলাদা লোগো প্রকাশ করেছে আইসিসি। দুপুরে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করে তারা।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। একই বছরের সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ।
দুপুরে, লোগোটি প্রকাশের পর থেকে এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবারের লোগোটি বেশ স্বতন্ত্র। এতে ব্যাট, বল এবং উৎসাহের একটি কল্পনাপ্রসূত সংমিশ্রণ করা হয়েছে, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে চিত্রিত করে।
২০ দলের মোট ৫৫টি ম্যাচ নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে মাঠে গড়াবে আগামী ৪ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত।
আল/ দীপ্ত সংবাদ