বিশ্বকাপ পুনরুদ্ধারই মূল লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। সাউথ আফ্রিকায় হতে যাওয়া যুব বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্প শুরুর দিন, মঙ্গলবার (২ জানুয়ারি) একথা জানায় টিম ম্যানেজমেন্ট।
ঢাকার মিরপুর স্টেডিয়ামে, টানা ৬ দিন অনুশীলন ক্যাম্প করবে জুনিয়র টাইগাররা।
জুনিয়র পর্যায়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের পর প্রথমবার হোম অব ক্রিকেটে টাইগার যুবারা। উচ্ছ্বাসের সাথে নতুন আরেকটি মিশনে নিজেদের প্রস্তুতিতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। চার বছর আগে যা করে দেখিয়েছিলো আকবরবাহিনী, এবার তারই পুণরাবৃত্তির হাতছানি।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল জানান, ভৌগলিক অবস্থানের কারণে দ.আফ্রিকার স্টেডিয়ামগুলো বেশ উচুঁতে। প্রতিপক্ষের চেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি। এর সাথে মানিয়ে নিতেই আমারা একটু আগে যাচ্ছি। এছাড়া ছেলেদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। এবার বিশ্বকাপ জেতাই লক্ষ্য।
কন্ডিশন চ্যালেঞ্জ উৎরাতে তাই আইসিসি‘র দেওয়া দুটি সহ মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা।
চার গ্রুপে ভাগ হয়ে ১৬ দলের এই টুর্নামেন্টে এবার খেলা হবে নতুন ফরম্যাটে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল পাবে সুপার সিক্সের টিকেট। সেই ধাপেও হবে গ্রুপ পর্বে খেলা।
আগামী রবিবার (৭ জানুয়ারি) রাতে যুব বিশ্বকাপের ১৫তম আসর খেলতে ঢাকা ছাড়বে মাহফুজুর রহমান রাব্বির দল। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।
আরও পড়ুন: হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশ
এসএ/দীপ্ত নিউজ