টানা ভারী বৃষ্টিতে পঞ্চগড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহর ও গ্রামাঞ্চলের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রেকর্ড করা দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া শুষ্ক হলে উত্তরাঞ্চলে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হবে।
এদিকে, অবিরাম বৃষ্টিতে জেলার কাঁচা সড়কগুলো কাদামাটিতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ পড়েছেন চলাচলে দুর্ভোগে, অনেকেই বাধ্য হয়ে ঘরে অবস্থান করছেন। টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শেষে এ অঞ্চলের তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে, ফলে শীতের অনুভূতি তীব্র হবে।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 