টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই ভাগ্নেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–১৪)। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র্যাব–১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আটকরা হলেন: মধুপুর উপজেলার শোলাকুড়ি গিলাগাইছা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সিহাদ মিয়া (২৩) ও তার বড় ভাই মো. নোমান মিয়া (২৫)। বুধবার ভোররাতে কালিহাতী উপজেলা সদরের বাসস্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব–১৪ জানায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে সিহাদ মিয়ার সঙ্গে অপর দুই ব্যক্তির ঝগড়া হয়। তাদের মামা আব্দুল জলিল ওই ঝগড়ার সালিশ–মিমাংসা করে দেন। এতে ভাগ্নে সিহাদ মিয়া ক্ষুব্দ হয়। গত ১৫ এপ্রিল দুপুরে মধুপুর উপজেলার হরিণধরা বাজারে মামা আব্দুল জলিলকে একা পেয়ে সিহাদ মিয়া ও মো. নোমান মিয়া সহ কয়েক বন্ধু মিলে আব্দুল জলিলকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তারা সিলেটে আত্মগোপন করে।
এ বিষয়ে নিহত আব্দুল জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের র্যাব–১৪ সিপিসি–৩ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র্যাব সদস্য কালিহাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমি/দীপ্ত