শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা

কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বচ্ছতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতাএই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রানী ও উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা এবং নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসানবিনমোহাম্মদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর৫ আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মুজিবুল আহসান, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুলাহ আল মামুন প্রমুখ।

সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন বলেন, শিক্ষাকে ব্যবসা হিসেবে না দেখে সম্মানের পেশা হিসেবে দেখুন। আপনাদের জাতীয় করণের যে বিষয়টি সেটি এখন প্রক্রিয়াধীন আছে। সেটিকে বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখহাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More