সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। যদিও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি। তুলনায় দুর্বল ডাচ বোলিং লাইনআপের বিরুদ্ধেও দেড়শো রানের গণ্ডি টপকাতে পারেননি সাকিবরা। এবার সুপার টুয়েল ভে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়ে দল শুধু ম্যাচই হারেনি, অলআউট হয়েছে মাত্র ১০১ রানে।
১০৪ রানে হেরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দলের অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না সাকিব-সৌম্যরা। ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ওভারে স্কোরবোর্ডে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার মিলে যোগ করেন ১৭ রান। কাগিসো রাবাদকে দুটি ছক্কা হাঁকান সৌম্য। প্রথম ২ ওভারে ২৬ রান নিয়ে আশাও জাগিয়েছিলেন দুজন। কিন্তু তৃতীয় ওভারে এসে উইকেট জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এনরিক নরিকাকে অ্যাক্রোস দ্য লাইন খেলতে গিয়ে উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে ক্যাচ দেন সৌম্য।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগারদের হয়ে একাই লড়াই চালিয়ে যান লিটন কুমার দাস । এক প্রান্তে লড়াই করতে থাকা লিটন শামসির তৃতীয় শিকার হয়ে ফিরলে তখনই ম্যাচ শেষ হয়ে যায় বাংলাদেশের। ৩১ বলে ৩৪ রান করে তিনি ফিরলে শেষ ব্যাটারদের চেষ্টায় দলীয় ১০০ পার করে বাংলাদেশ। কিন্তু এরপরই নরকিয়া বোল্ড করেন তাসকিনকে। ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাইলি রুশোর সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে টেম্বা বাভুমার দল।
আল/দীপ্ত