আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টস ভাগ্য এসেছে টাইগারদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
একাদশে তিন পেসার, দুই স্পিনার এবং ছয় ব্যাটার।
বাংলাদেশের একাদশের তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী। এছাড়া পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শামীম পাটোয়ারি।
বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।