গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে সেমি–পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসের ৪ সদস্যসহ ৫জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন— ফায়ার সার্ভিস অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান। তবে কারখানার কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও ৪টি ইউনিট যোগ করা হয়। ত
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের ৩জন ফায়ার ফাইটার ও ১জন অফিসারসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস (ঢাকা জোন–৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে কাজ করছেন। তবে এলাকাটিতে পানির তীব্র স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসএ