রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সকে অগ্নি নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সোমবার (৩ এপ্রিল) এই ঘোষণা দৃশ্যমান করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক করতে মার্কেটটিতে ব্যানার টাঙিয়ে দেয়া হয়।
ব্যানারে লেখা ছিল, ‘অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।‘
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বঙ্গবাজার মার্কেটকে ২০১৯ সালে ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মার্কেটের বিভিন্ন স্থানে ব্যানার টাঙিয়ে দিয়েছিল। গণমাধ্যমে তার সংবাদও প্রচারিত হয়েছিল। এছাড়া তাদের বিভিন্ন সময়ে দশবার নোটিশ প্রদান করা হয়েছে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে।
ঝুঁকিপূর্ণ ঘোষণার একদিন পরই মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। বঙ্গবাজার আদর্শ মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো মার্কেটসহ বরিশাল প্লাজায়ও ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী, বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় ১২ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মোট ৬৫০ জন কর্মকর্তা-কর্মচারী আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার/পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগে সর্বশান্ত বঙ্গবাজারের ব্যবসায়ীরা। তাদের কান্না, আহাজারীতে ভারী হয়ে আছে রাজধানীর বাতাস।
আফ/দীপ্ত সংবাদ