মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের শিশু–কিশোরদের মানসিক স্বাস্থ্য। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে মূলত দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা না বাড়ালে, সমস্যা আরো প্রকট হবে।
দেশে শতকরা ১৮ দশমিক ৭ ভাগ বয়স্ক ও ১২ দশমিক ৬ ভাগ শিশু–কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত। তাদের ৯২ ভাগই কোনো চিকিৎসা নেয় না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ২০১৮ থেকে ২০১৯ সালের জরিপে এ তথ্য উঠে আসে।
গবেষকরা বলছেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে ৪ দিনের সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এর আয়োজক।
এসএ/দীপ্ত নিউজ