ঝিনাইদহে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ র্যাব–৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ ও র্যাবের সদস্যরা।
অভিযানে শহরের লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আলহেরা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, হাবিবা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারসহ ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সেবা ও লাইসেন্স নাবায়ন না করা এমন বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় তাদের জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকে দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্যসেবার মান বজায় রেখে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার নিদের্শসহ সতর্ক করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় অভিযান চালিয়ে অবৈধ মজুদদারকে আটক
এসএ/দীপ্ত নিউজ