ঝিনাইদহে খবর সংগ্রহ করতে গিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের হাতে লাঞ্চিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলীর অফিসে এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি জেলার স্থানীয় এক সাংবাদিক অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের কার্যালয়ে যান রিপোর্টার লোটাস রহমান সোহাগ। এ সময় তাকে আটকে রেখে লাঞ্ছিত করেন প্রকৌশলী। এছাড়া রিপোর্টারের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।
রিপোর্টার লোটাস রহমান সোহাগ বলেন, নির্বাহী প্রকৌশলী এর আগেও জেলার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেছেন। আজ সকালে আমি তার কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে তিনি রেগে যান। পরে আমাকে আটকে রেখে মোবাইল ও ক্যামেরা ভাঙচুর করেন।
এ ব্যাপারে জানতে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৌশলী রাশেদুল ইসলামের বিচার দাবি করেছেন জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা।
শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ