ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার পাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।
স্বজনরা জানায়, শনিবার সকালে রজব আলী বাড়ির পাশের প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের ঘরের ভেতরে যান। বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার অবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহরিয়ার আলম সোহাগ/এজে/ঝিনাইদহ