ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পানিতে ডুবে আলিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পুকুরে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে কুশনা বাওড়ের পানিতে ওই শিশুটি ডুবে যায়।
বুধবার (২ জুলাই) বেলা ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার বহরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলিফ বহরামপুর গ্রামের রাশেদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, সকালে শিশু আলিফ বাড়ির পাশে কুশনা বহরামপুর বাওড় পাড়ে বল নিয়ে খেলা করছিল। খেলার সময় তার হাতে থাকা বল পানিতে পড়ে যায়। পরে সে নিজেই বল তুলতে পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে না পেয়ে পানিতে নেমে খুঁজে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তানভীর জামান বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। মরদেহ শিশুটির স্বজনরা নিয়ে গেছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ধরনের ঘটনা জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।
শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ