ঝিনাইদহ জেলা কারাগারের কর্মরত এক নারী কারারক্ষী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন জেলার মো. শহিদুল ইসলাম।
নিহত নারীর নাম শোভানা (৩৪)।
জেলার জানান, বুধবার দুপুর ২টার দিকে ডিউটি ছিল শোভানার। আসতে দেরী করার কারণে বাড়িতে লোক পাঠান তিনি। সেময় জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন। জেলার আরো জানান ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন শোভানা। ২০২২ সালের ২২ এপ্রিল মেহেরপুর থেকে বদলি হয়ে ঝিনাইদহ কারাগারে আসেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুষিয়া গ্রামে। স্বামী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে আনসার সদস্য পদে চাকরি করেন। পারিবারিক দ্বন্দের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে দুপুর সোয়া ৩টার দিকে শোভানাকে জরুরী বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বলে সুত্রটি নিশ্চিত করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, মরদেহ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।
এমি/দীপ্ত