ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে উপজেলার বাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে উপজেলা নিত্যানন্দপুর বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত উপজেলা নির্বাচনে জয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজার সমর্থক ছিল ফারুক বিশ্বাস। পরাজিত প্রার্থী শামীম হোসেনের সমর্থক ছিল মফিজ উদ্দিন বিশ্বাস।সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় অসহায়ের মত দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটটস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আবারও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহরিয়ার/এসএ/দীপ্ত সংবাদ