ঝিনাইদহে পৃথক স্থান থেকে অমিত সাহা ও গোকুল চন্দ্র নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর ও কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রীজের সামনে টার্মিনাল সড়ক এলাকার রাস্তার পাশে অমিত সাহা নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
অমিত সাহার স্ত্রী তৃষা জানান, তারা মাগুরার বিনোদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীকে চাকরি দেওয়ার কথা বলে ৩১ আগস্ট বাসা থেকে ডেকে নিয়ে আসে রাজু নামে এক ব্যক্তি। রাত হয়ে গেলেও সে বাসায় ফেরে না। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
পুলিশ সুপার আবিদুর রহমান জানান, লাশটি ছিল প্লাষ্টিকের বস্তাবন্দি। খুলে দেখা যায় পচে গেছে। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে ঝিনাইদহ–যশোর মহাসড়কের বারবাজার তেলপাম্পের পাশের মাঠের বৈদ্যুতিক পিলারের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় গোকুল চন্দ্র নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সাথেও কোন যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ