বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ঝিনাইদহে ডাকাত সর্দার গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক


আন্ত:বিভাগের ডাকাত সর্দার আলমগীরকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। সোমবার (২২ মে) রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

আটক আলমগীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামাড়া ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা আলমগীর শেখ পলাতক ছিলেন।

সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর শেখের নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টি অধিক মামলা রয়েছে।

শাহরিয়ার আলম/এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More