ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মামলাখানায় জব্দ করা অনুমান ৩০ লাখ টাকা মুল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে আদালত আঙ্গিনায় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক আযম, মোঃ ওয়াজিদুর রহমান, মেঘা গুপ্তা এবং মোছাঃ জেসমিন নাহার।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই ইমামুল ইসলাম জানান, ৩৭ টি মামলার আলামত হিসাবে মাদকগুলো আদালতের মামলাখানায় জমা করা ছিল। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে দেশী মদ ৩৮ লিটার, বিদেশী মদ ২৬ লিটার, গাজা ২০ কেজি ৬৪০ গ্রাম, ভারতীয় ফেন্সিডিল ১৯১ বোতল, ইয়াবা ৩১৭৮ পিচ, ভারতীয় ট্যাপেনটাডল সিরাপ ৭৯০০ পিচ, রুপালী বিড়ি ৭৮৯০।
ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান জানান, আইন শৃংখলা বাহিনীর জমা করা মাদক প্রতি মাসেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়ে থাকে। আজ কমপক্ষে ৩০ লাখ টাকা মুল্যের মাদক ধ্বংস করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ