ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তিন চরমপন্থির পরিচয় পাওয়া গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শশ্মানঘাট এলাকার সেচখালের পাশে তাদের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন– ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে চরমপন্থী নেতা হানিফ (৫০), ও তার শ্যালক লিটন হোসেন (৩৫) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।
ওসি বলেন, ‘ঘটনাস্থলে দুটি কালো রঙের মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইএ/সোহাগ/ দীপ্ত সংবাদ