ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ মে) উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে ওই এলাকার কৃষক সোলাইমান হোসেনের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
কৃষক সোলাইমান হোসেন বলেন, ঝড় বৃষ্টির সময় চলছে। শ্রমিকের মজুরিও অনেক বেশি। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা আমার পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় আমি খুশি।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদের নেতৃত্বে এই ধান কাটা কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি বিশ্বাস ওহিদুজ্জামান উজ্জল, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন, সোহেল রানা, চাঁদপুর ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, সাধারণ জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা লিটন হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম ঈশাসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সার্বিক সহযোগিতায় তারা জেলাব্যাপী অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন। এদিন এই কৃষকের আড়ই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এমি/দীপ্ত