বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬

ঝালকাঠির দুই আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে ঝালকাঠি(রাজাপুর–কাঁঠালিয়া) ও ঝালকাঠি(ঝালকাঠি সদর ও নলছিটি) আসনের মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ঝালকাঠি১ আসনে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়। স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকতের মনোনয়ন বাতিল হয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায়। স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মঈন আলম ফিরোজীর মনোনয়ন বাতিল করা হয় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকার কারণে। গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল করা হয় শিক্ষাগত সনদ না দেওয়ায়। একই আসনের স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়।

ঝালকাঠি২ আসনে জাতীয় পার্টির এম. . কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয় ঋণ পরিশোধ না করায়। স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদারের মনোনয়ন বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে আয়কর বকেয়া থাকার কারণে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানান, ঝালকাঠি১ আসনে ৫ জন এবং ঝালকাঠি২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাইবাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More